এ কেমন ভালবাসা বল না আমায়
ব্যথা দিয়ে দেয় সুখ শুধুই ভাবায়।।
মনে হয় ভালবাসে তার পর নাই
মনে হয় দিল কষ্ট পরে সুখ পাই।
এমনে চলছে প্রেম আশা নিরাশায়।।
মেসেজে ঝগড়া ঝাটি ফোনে কথা হয়
মিষ্টি সুখের ভাষায় প্রাণ করে জয়।
এভাবেই বুঝি প্রেম সামনে আগায়।।
রচনা কাল : ০৭/০৮/২০১৮ ইং