এ জনমে তুমি মোর হলে না আপন
তোমার লাগি আমার কাঁদে দু'নয়ন।।
ব্যথা ভরা প্রাণ কাঁদে কত অসহায়
যদি আবার জীবন হয় গো সহায়
সে জনমে তুমি শুধু হবে যে আপন।।
কত মন প্রাণ পেল এই দুনিয়ায়
আমিতো তা পেলাম না তোমার ছোঁয়ায়।
সে জনমে যেন আমি পাই গো সে প্রাণ ।।
রচনা কাল : ১০/০১/২০১৮ ইং