এ জনম পরে যদি পরজন্ম রয়
তুমি আমার শুধুই আর কারো নয়।।


তুমি ছাড়া স্বর্গে গিয়ে পাবো না ক সুখ
কষ্টে কষ্টে কালো যেন হয়ে যাবে মুখ।
তুমি পাশে এলে সব কষ্ট বুকে সয়।।


তুমি ছাড়া কোন কিছু ভাল তো লাগে না
তুমি না থাকলে প্রাণ নড়ে না চড়ে না।
আমি তোমার হলেই প্রেম হবে জয়।।


রচনা কাল : ২৫/০৮/২০১৮ ইং