এ ঘরে আসার স্বপ্ন বেঁধে ছিল সেই
আমিও তার কথায় দিয়ে ছিনু ঠাই।।


বাঁধা এলো ঝড় এলো বোঝা নাহি গেল
কেমনে আমারে ভুলে পর হয়ে গেল।
বলে নি তো কোন দিন আমি দূরে যাই।।


পর হয়ে দূর হল এই গ্রাম থেকে
আসে না বাসে না ভাল রয় না তো বুকে।
কেমনে বুঝাবো তারে মনে সুখ নাই।।


রচনা কাল : ০৮/০৩/২০১৮ ইং