( মুখরা )


মরার পরে দিবো নালিশ
পরকালে যাই
কলিজাটা পুড়ে আঙ্গার
অন্তর করলি ছাই।।
একা ছিলাম ভালো ছিলাম
ছিলো শান্তনা
যাই ইচ্ছা তাই করতাম
বাঁধা ছিলোনা
আমার জীবনে এসে
হৃদয়টারে ভালোবাসে
আমার জীবনে এসে
আমারে তুই ভালোবেসে
এখন আমার অন্তরে নাই...
কলিজাটা পুড়ে আঙ্গার
অন্তর করলি ছাই।। ৪


        ( অন্তরা ১ )


মনে আমার স্বপ্নভরা
ছিলো যত আশা
বাঁধবো দুইজনে মিলে
সুখের ভালোবাসা ২
সুখটা আমার ভাইঙ্গা দিলি
অন্তর নিয়া ছিনিমিনি ২
দুঃখতে বুক ভাসাই...
কলিজাটা পুড়ে আঙ্গার
অন্তর করলি ছাই।। ৪


    ( অন্তরা ২ )


কবি শাহিন উজাড় করে
দিয়েছিলাম হেসে
তাই এমন ঝড় এলো
জীবন গেলো ভেসে ২
জীবন আমার নষ্ট করে
এখন সে মজা করে ২
কয় আমার যোগ্যতা নাকি নাই...
কলিজাটা পুড়ে আঙ্গার
অন্তর করলি ছাই।। ৪