(মনে যখন ঝড় ওঠে
থামানো যায় না
বুকে জমা মায়া প্রেম
আজ স্মৃতির আয়না)
মানা যায় না
বলা যায় না
তোমাকে পেয়েও পাবোনা
_________(সংগীত)__________
চাঁদেরও আলো ছিলো
সেও ঘন অন্ধকারে
আমার কাছে তুমি ছিলে
এখন অনেক দূরে
এই চোখে অশ্রু জড়ে
হৃদয়টা কেঁদে মরে
সহে নারে সহে নারে
প্রাণ যে আর সহে না
_________(সংগীত)__________
বাগানের ওই ফুলগুলো
আজ ঝড়ে পড়ে যায়
আমার চাওয়া আমার পাওয়া
ওরে বড় অসহায়
কোন এক অজানায়
মন ভেঙে যায়
ফুটে নারে ফুল ফুটেনা
মনে জমা যন্ত্রণা
মনে যখন ঝড় ওঠে
থামানো যায় না
বুকে জমা মায়া প্রেম
আজ স্মৃতির আয়না
মানা যায় না
বলা যায় না
তোমাকে পেয়েও পাবোনা