নৌকা বাইয়া নিত্য মাঝি
করছি ঘাট পার,,,।।
জীবন নদীর কূলে আমার
দুঃখেরই সংসার,,,
জীবন নদীর কূলে মাঝির
দুঃখেরই সংসার।।
মিথ্যে হাসি রাইখা মুখে
থাকি গলুই ধারে,,,
কেউ বুঝেনা কেউ খোঁজেনা
বাঁচি কেমন করে।।
মনের নোঙ্গর গাইতা বুকে।।
করছি জীবন পার,,ঐ
কতোজনে এ ঘাট দিয়া
পার হয়ে যায়,,
আমি মাঝি থাকি পড়ে
পেটেরই ধান্দায়।।
বৈঠা বাইয়া দিনে রাইতে।।
জুটে না আহার,,ঐ
কবি শাহিন ভেবে বলে
একূল ওকূল গেছে,,,
প্রাণ-প্রিয়সি অন্য-জনার
বধু যে হয়েছে ।।
সেও না কি সুখেই আছে।।
ভেঙে মাঝির অন্তর,,ঐ