তোমার চোখে আকাশ দেখি , দেখতে পারি তাই
বোলো নাকো ওসব তোমার ভাবার সময় নাই
মন মানেনা শাসন বারণ এটাও জেনো ঠিক ।।
তেঁতুল গাছে পায়রা ডাকে আহ্লাদী তার সুর
বউবালিকা ঘর উদাসি বুক কাঁপে দুরদুর
তোমায় ভাবি মন মালাকর হারাই না তাই দিক ।।
দুষ্টু বাতাস চপল হলেই মন করে আনচান
গভীর রাতে ভেসে আসে কোন বাঁশরির গান
আমি জানি সেই কথাটি আর জানেনা কেউ
বুকের ভেতর বয় নিয়ত তোমার প্রেমের ঢেউ
তোমার ছোঁয়ায় মনটা আমার হয় যে রোমান্টিক ।।