সজনি গো , ঘর বাঁধলাম শুকনো বালুর চরে
সেই ঘর যে ভেঙে গেল বেদন ব্যথার ঝড়ে ।।
একতারাটা হাতে নিয়ে পথে বসেই কাঁদি
নষ্ট প্রেমের বিষাদ রাখি নরম হাতে বাঁধি
সুখে কিবা দুখের দিনেই তোমায় মনে পড়ে ।।
মনহরনি ইচ্ছেগুলো যায় যে বনবাসে
লক্ষ্যহারা তৃষ্ণা কত শুন্য বুকে ভাসে
যায়না ছোঁয়া প্রণয়ী চাঁদ সেওতো দূরে থাকে
নিশুতি রাত ভ্রমণ সুখে নিবিড় করে ডাকে
কেউ বোঝেনা ছোট্ট মনে দুঃখ কত ধরে !!