পথ ভেঙে দেয় পথের রেখা জীবন জুড়ে আড়ি
কোথায় আহা ! আর কতদুর ! স্বপ্ন মেঘের বাড়ি !!


বন পাহাড়ে কাজল মেঘা হাত দুখানি  পাতে
ও নারী তোর জীবন কেন যায়রে  অপঘাতে !
কান পাতলেই শুনি কেবল  করুণ আহাজারি ।।


কোথায় যাবি , কোন মাটিতে পাতবি আসনখানি
সকলখানেই ভয় বিষাদের নিত্য যে  হাতছানি


ঘোর কাটেনা , ঘোরের মাঝেই যায় রে সময় বয়ে
অসাড় ব্যথায় আর কতকাল যাবে জীবন ক্ষয়ে
অসংগতির বার্তা পেয়েই হয় যে হৃদয় ভারি ।।