সপ্নে মাগো তোমায় দেখি বাস্তবে যে অনেকদূর
   তোমায় ভেবে কষ্টে ব্যথায় মন কেঁদে হয় সমুদ্দুর ।।
     সপ্নে মাগো- ----------!!


   মনে পড়ে কিশোর বেলা তোমার সাথেই স্মৃতির দিন
   এখন যে হায় মিথ্যে মোহে অতীতগুলো হয়  মলিন ।
   সবুজ বুকে রঙের আঁচড় , তুলির টানে হয় বিধুর ।
     সপ্নে মাগো -----------!!


   বাদল দিনে , জোছনা রাতে দেখি তোমার ভেজা চোখ
   বুকের ভেতর তুমিই আমার সোনার মোহর কাব্যলোক ।


   তোমায় নিয়ে ভাবনা জগত তার যে মাগো অনেক দাম
   নকশা আঁকা মন বেদীতে তাই লিখেছি তোমার  নাম ।
   জীবন জুড়ে তোমার আশিস শুধুই বাজে মিলন সুর ।
     সপ্নে মাগো ------------!!