ভালবাসার রঙিন চাদর জড়িয়ে নিয়ে গায়ে
কন্যা তুমি নূপুর বাঁধো রাঙা দুটি পায়ে ।
কষ্ট থাকুক তবু জীবন সুখেই কেটে যাবে ।।


দুষ্টু বাতাস অঙ্গনেতে খুনসুটিতে এলে
কন্যা তুমি দিয়ো তখন মনের পেখম মেলে ,
দুখের মাঝেও কল্পরেখার বার্তা ঠিকই পাবে ।।


মেঘবালিকা ঢালবে যখন সুরের অঝোর ধারা
সুধায় মিশে তখন তুমি  হ'য়ো  বাঁধনহারা ।


স্মৃতির আঁচল বিছিয়ে দিয়ে সবুজ পথের ধারে
মন মানুষের সাথে যেয়ো গোপন অভিসারে
মনদরদী মিষ্টি তোমার  মনটাকে  রাঙাবে ।।