ভুল ভাঙবে যখন, তখন আর ফেরা হবে না ফেরা যাবে না
এই প্রবঞ্চনার গ্লানি ছাড়া আর কিছু খুঁজে পাবে না।।-
বিস্মরণের পালা ভাঙলে
পলাশের রঙে মন রাঙলে
শুধু আগুনেই জ্বলবে ওচোখ, ফাগুনের ছোঁয়া তুমি পাবে না।।-
নীল আকাশটায় মেঘ জমলে
বরষামূখর রাত নিথর হলে
কাজল মুছে যাবে চোখের জলে, জলছবি আর আঁকা হবে না।।-