ভেবো না যেনো ভাবিনি কিছু তোমার চিঠি পেয়ে
হারিয়েছি যে ভাবার সবি, কিছু ভাবতে যেয়ে।।-
তোমার মুখের হাসিই যেনো এ চিঠির পাতা ভরে
তোমার বুকের ছোঁয়াই যেনো প্রতিটি অক্ষরে
মন ভরালে তুমি আমার, চিঠিতে গান গেয়ে।।-
কতো যে কঠিন দূর প্রবাসে মনের স্পর্শ খোঁজা
ডাকটিকিটের কাঁধে কাঁধে পাঠালে তবু যা
তৃপ্ত আমি তাতেই, গান ঝরে কন্ঠ বেয়ে।।-
রচনাকাল: ২৮ মে ১৯৭৭