ভালোবেসে মনটা দিয়ে রিক্ত হলাম,
তিক্ত হলাম, সিক্ত হলাম চোখের জলে
তবু সবাই মন্দ বলে, আমি মন্দ হলাম।।-
যারে মন দিলাম
সে আমার গরল দিলো জ্বালা জুড়াতে
যারে পরশ দিলাম
সে আমারে আগুন দিলো সুখ পুড়াতে
তার প্রেমের কাজল চোখে আঁকতে গিয়ে অন্ধ হলাম।
তবু সবাই মন্দ বলে, আমি মন্দ হলাম।।-
যারে প্রেম দিলাম
সে আমারে ছলনা দিলো মালা গড়াতে
যারে জীবন দিলাম
সে আমারে মরণ দিলো বুকে জড়াতে
তারে চিনতে গিয়ে হতাশার কারাগারে বন্ধ হলাম।
তবু সবাই মন্দ বলে, আমি মন্দ হলাম।।-
রচনাকাল: ১২ জুন ১৯৭৯