ভালোবাসায় নয়গো আমি ভালো বাসায় থাকি
ভাঙা ঘরে বসত তোমার, ভালোবাসার পাখি।।
তোমার ঘরে জোসনা ঝরে- লক্ষ তারার বাতি
আমার ঘরে নকল আলো- কাঁচেরই ঝাড়বাতি
ইচ্ছে করে চাঁদের আলোয় করি মাখামাখি।
ভালোবাসায় নয়গো আমি ভালো বাসায় থাকি।।
তোমার আঙিনাতে ফুটে জুঁই -চাঁপা-বকুল
আমার ঘরের ফুলদানীতে কাগজেরই ফুল
ইচ্ছে করে তোমায় আমি বুকের মাঝে রাখি।
ভাঙা ঘরে বসত তোমার ভালোবাসার পাখি।।
রচনাকাল: ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭খ্রি.