ভালোবাসা দিবসে ভালোবাসা দিবে সে
সে আশা নিয়ে আমি রয়েছি বসে গো
তারই লাগি একা একা রয়েছি বসে।।-


ভালোবাসার বাসা কই, গামছা বাঁধা খাসা দই
পদ্মা নদীর ইলিশ নাকি হামিল বিলের দেশী কৈ
কাঁচাগোল্লায় থাকে নাকি রসগোল্লার রসে।।-


পূর্ণিমারই চাঁদ নাকি আসমানেরই তারা
এতো করে কাছে ডাকি, দেয় না তবু সাড়া
বন্ধু আমার দূরে বসে মিটিমিটি হাসে।।-


রচনাকাল: ঢাকা, ২২ এপ্রিল ২০১০