তোমার প্রেমের কাছে হেরেছে আমার প্রেমএ;
তোমার চলার পথে আমার দৃষ্টি গিয়েছে থেমে ।।-
আমি যে ভেবেছি আমার মতোন কেউ তো বাসেনি ভালো
আগে তো বুঝিনি তুমি যে নীরবে এমন মাধুরী ঢালো
অনন্ত প্রেম স্রোতে তোমার হৃদয় হতে আসে যে এমনে নেমে।। -
তোমার চোখের তারা যে গান শোনায় মোরে
গায়নি সে গান কেহ তোমার মতোন করে।
তোমার মুখের হাসি চাঁদের হাসিরে গ্রাসে
আমার হৃদয় নাচে তোমার অতুল আশ্বাসে
তোমার হৃদয় পাখি কী বলে যায় ডাকি আমার এ মরমে।। -
রচনাকাল: জামালপুর(?), ১৩ মে ১৯৭৫