তোমার ওই চোখ দুটো ভালোবেসে ভালোবাসা কারে বলে জেনেছি
তোমার ওই হাসিভরা মুখ দেখে ছবি আঁকা শিখতে পেরেছি।।-
তোমার চুলের গহন অন্ধকারে
দৃষ্টি আবেগে ঘুরেফিরে বারেবারে
স্বপ্ন আবেশ, সুখ আর সুখ, মায়ায় মায়ায় বুক ভরেছি।।-
তোমার বুকের ছায়াঘেরা পাহাড়ে
হাতরে ফিরেছি আমি সেতো শুধু তোমারে
প্রেম কোথা প্রেম, মন কোথা মন, সেখানেই খুঁজে পেয়েছি।।-
রচনাকাল: মধুপুর, ০৮ মে ১৯৭৮