তোমার দূ' হাতে রেখে আমার এ দুটো হাত
জাগরনে কেটে গেলো কাল সারা রাত।।
আকাশে ছিলো না মেঘ-জোছনা ঝরেছিলো
ঘুম ছিলো না চোখে -স্বপনের ঘোরে ছিলো
মনে বুঝি ফুটেছিলো শত পারিজাত।।
আবার আসবে কবে-অভিসারে দেখা হবে
তোমার এ সুখস্মৃতি চিরদিন জেগে রবে
এ জীবনে আলো হয়ে এনেছো প্রভাত।।
রচনাকাল: ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৮