তোমার দেয়া দুঃখ বাজে সুখের মতো আমার বুকে
পান্না হয়ে কান্না জ্বলে তোমার আলোয় আমার চোখে
সেই গরবে আমি গরবী।।-


দৃষ্টিতে যে আগুন জ্বালো তা কী আর আমাকে পুড়ায়
ফাগুন হয়ে ছড়ালো যে আমার মনের  কৃষ্ণচুড়ায়
রাঙালো যে রঙে রঙে আমার সবি।
সেই গরবে আমি গরবী।।-


বিরূপ মনের ভাবনা তোমার হলোই বা তা মরণ-ফাঁসি
জীবন হয়ে এলো আমার সাজানো বাসরে স্বপন বিলাসী
তারই ছায়ায় দোলে তোমার জলছবি।
সেই গরবে আমি গরবী।।-


রচনাকাল: ২৯ সেপ্টেম্বর ১৯৭৯