তোমার চলার ছন্দ আমার কবিতা হবে
তোমার হাসি আমার গানে সুর হয়ে রবে।।-
অভিসারে যতো প্রেম দিয়েছি
চুপিসারে যতো রঙ মেখেছি
সবই তা স্মৃতির মনিকোঠায় উজ্জ্বল হয়ে রবে।।-
যা বুঝনি, বুঝাতেও পারিনি
যা খুঁজনি, আমিও খুঁজিনি
চোখের দৃষ্টি হয়ে একদিন ঠিকই কথা ক'বে।।-
রচনাকাল: ১৬ ফেব্রুয়ারি ১৯৭৮