তোমার চোখের কান্না আর ঠোঁটের মিষ্টি হাসি
আমি সমান ভালোবাসি, আমি সমান ভালোবাসি।।-
কান্না তোমার চোখে যখন ঝরনা হয়ে ঝরে
আমার সাগর চোখে তখন জোয়ার উথলে পড়ে
তোমার প্রেমের গভীর টানে সেই জোয়ারে ভাসি।।-
হাসলে তুমি হাসে যেন দূর আকাশের চাঁদ
আমার বুকে জেগে উঠে ভালোবাসার সাধ
লাল গোলাপের মতো ফুটে স্বপ্ন রাশি রাশি।।-
রচনাকাল: ঢাকা, ০৫ জানুয়ারি ২০১৯