তখনও তুমি হাসবে, জীবনকে ভালোবাসবে
তোমায় খুঁজে খুঁজে আমার দুচোখ যখন ক্লান্ত পরিশ্রান্ত
শুধু শুধু শুধু।।-
তোমার শাড়ির আঁচল তখনও বাতাসে উড়বে
তোমার চোখের কাজল মায়াবী বাসর গড়বে
তোমায় খুঁজে খুঁজে আমার এ মন যখন পান্থ উদভ্রান্ত
শুধু শুধু শুধু।।-
তখনও স্বপ্ন দেখে তোমার ঘুম ভাঙ্গবে
মধুর আবেশে জড়িয়ে লাজুক ও মন রাঙ্গবে
তোমায় খুঁজে খুঁজে আমার জীবন যখন শ্রান্ত প্রানান্ত
শুধু শুধু শুধু।।-