তোকে আমি রাখবো বেঁধে শাড়ির আঁচলে
না যদি পাই, ভাসবো তবে নয়নের জলে।।-


তুই যে আমার রাম সনাতন, আমি তোর সীতা
তুই যে আমার জীবনমরণ, কাষ্ঠেরই চিতা
                              কাষ্ঠেরই চিতা
কৃষ্ণ ছাড়া রাধার জীবন যায় যে বিফলে।।-


আমি তো চাই না হতে দেবদাসের পার্বতী
শকুন্তলার মতোই আমি চাই হতে সতী
                            চাই হতে সতী
দুষ্মন্তের মতোন ফেলে যাস্ নে রে চলে।।-


রচনাকাল: ঢাকা, ২৯ মে ২০১৯