সুন্দর এ পৃথিবীতে সুন্দর লাগে সব
হৃদয়ের পাড়ে তবু একি অনুভব।।-


মরণে বেদনা তবু পৃথিবীতে আসা
ক্ষণিকের তরে কেনো গড়ে ভালোবাসা
যদি গো হৃদয় জানে ছেড়ে যেতে হবে সব।।-


ঝরে যেতে হবে, তবু কেনো ফুল
পল্লবে দেখা দেয়, সেকি তার ভুল
বেঁচে র'তে পৃথিবীতে কেনো এতো সাধ,
মরণেই যদি পরাভব।।-


মরীচিকা' পিছে পিয়াসী পথিকপ্রায়
দু'দিনের খেলাঘরে সবাই আসে হায়
জানিনা তো হৃদয় কী যে কাছে পেতে চায়,
পেতে চায় কোন্ সে বিভব।।-


রচনাকাল: ১৯ এপ্রিল ১৯৭৫