স্বপ্নবাসর ভেঙ্গে গিয়েছে বলেই গানের আসর থেকে বিদায় নেবো, এমন ভেবো না বন্ধু।
নীলপদ্ম ছুঁতে পারিনি বলেই আকাশের নীল থেকে চোখ সরাবো, এমন ভেবো না বন্ধু।।-


চোখে না হয় আজ নেই সে ফাগুন
হৃদয়ে না হয় শুধু জ্বলছে আগুন
জ্বালায় জ্বালায় বুক ভরেছে বলেই পলাশের বন থেকে মন ফেরাবো, এমন ভেবো না বন্ধু।।-


না হয় পারিনি আমি কুড়াতে ঝিনুক
সাগরের ঢেউ এসে ভেঙ্গেছে এ'বুক
আমি ভালোবেসে সুখ পাইনি বলেই চাঁদের জোছনা দেখে মুখ লুকাবো, এমন ভেবো না বন্ধু।।-


রচনাকাল: ০৪ জুলাই ১৯৭৯