স্বপ্ন কি শুধুই স্বপ্ন, কামনার নিবিড়তা তাতে থাকে না।
গান কি শুধুই গান, হৃদয়ের উচ্ছ্বাস ধরে রাখে না।।-


আকাশের নীলিমায় শুধু কি বিষ ছড়ানো
তারাদের ঝিলিমিলি নেই সেখানে, নয় কি তা মন ভরানো
সাগর কি শুধুই সাগর, সে কি আকাশের ছবি আঁকে না।।-


কবিতা কি নিষ্প্রাণ শব্দের অলংকার
ঝর্ণার কলতান নেই কি তাতে, নেই জীবনের ঝংকার
চোখ কি শুধুই চোখ, কবিতার কথা নিয়ে ছবি আঁকে না।।-


রচনাকাল: ২৬ আগস্ট ১৯৭৯