সন্ধ্যা হলে চোখের কোলে আঁধার নেমে আসে
মনের মাঝে তোমার ছবি চাঁদের মতোন হাসে।।-


আঁধার কালো, কালোই ভালো
মনের ঘরে জ্বালে আলো
সেই আলোতে রাজহংস সুখসায়রে ভাসে।।-


তুমিই মানিক, তুমিই রতন
রইলে দূরে বুঝি তখন
চিনতে তোমায় পারি না গো যখন থাকো পাশে।।-


রচনাকাল: ঢাকা, ১৪ অক্টোবর ২০০৮