সমুদ্রের আকাশে চাঁদ দেখতে কেমন লাগে
জানতে চেয়েছিলে অনেক বছর আগে।।-
চারদিকে নীল জল অকুল পাথার
কালো কালো মেঘ আর অসীম আঁধার
রহস্যে ভরা ওই মায়াবিনী চাঁদ জাগে।।-
স্বপ্নের অঞ্জন নেই আজ যার চোখে
জোয়ার আঘাত শুধু হানে শুধু তারই বুকে
কী যায় আসে তার চাঁদেরই সোহাগে।।-
রচনাকাল: কক্সবাজার, ০৪ অক্টোবর ১৯৯২