মাধুরী মিশায়ে গেয়েছো যে গান
যতনে গোপনে বেঁধেছো পরান
সকলই তোমারি দান, হে বঁধুয়া,
সকলই তোমারি দান।।
প্রেমের বানীটি মন প্রাণ জুড়ে
গানে গানে আজ বেঁধে সুরে সুরে
আকাশে বাতাসে দিয়েছো ছড়ায়ে
ভুলায়েছো অভিমান ।।
ফুলে ফুলে ভরে গেছে মরুভূমি
আমার জীবনে মরণে যে তুমি
জনমে জনমে দিয়ে যেও প্রেম,
ভালোবাসা অফুরান।।
রচনাকাল: ঢাকা, ১১ জুন ২০১৯