শিউলী বলে,' দোপাটি,
খোল্ না রে তোর খোঁপাটি।
খুকুমণি ধরেছে আজ বায়না,
ফুল ছাড়া যে পুতুল বিয়ে হয় না।।'-
কৃষ্ণচুড়া ডেকে বলে,' রঙ্গন,
লালে লালে আয় ভরে দিই অঙ্গন।
হাছনাহেনা, জুঁই, চামেলী,
পলাশ, বকুল, টগর, বেলী,
তোরা সবাই কোথায় র'লি, আয় না।।-
পাপড়ি মেলো গোলাপ কলি, করবী,
গন্ধরাজ ছড়াও তোমার সুরভী।
সূর্যমুখী জাগো জাগো,
রক্তজবা, ভুঁইচাপা গো,
চুপটি করে থাকা তো আর যায় না।।'-
রচনাকাল: ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ১৯৯০