স্বাতীতারার অশ্রু যদি মুক্তো হয়ে ঝিনুক ভরে
আমার চোখের ঝর্ণা কিগো মূল্যবিহীন রইবে পড়ে।।-
তানসেনের ঐ সুরে যদি সুর হারালো একতারা
আমার ব্যথার সুর নিয়ে কি গাইবে না গান পথহারা
সে ফুল নিয়ে গাঁথবে না কেউ, নিঝুম বনে যে ফুল ঝরে।।-
রিক্ততা আর প্রবঞ্চনার যন্ত্রণা যার হৃদয় জুড়ে
ঘূর্ণিঝড়ের অন্ধকূপে দিশেহারা যে জন ঘুরে
কেউ কি নেবে পথ দেখায়ে একটু আশার আলোক ধরে।।-
রচনাকাল: ৩০ আগস্ট ১৯৭৭