সাত রঙে মন রাঙাতে চাইলে ইচ্ছে অপূর্ণ রবে না
তাই বলে সাতরঙা রঙধনু হারটিরে কন্ঠহার করা যাবে না।।-
আকাশের নীলে দৃষ্টি হারালে বেশ হবে
কুসুমের সূরভী হৃদয়ে ভরালে রেশ রবে
তাই বলে আকাশকুসুম চেয়ে শত কাঁদলেও পাওয়া যাবে না।।-
হীরার অঙ্গুরীয় অনামিকায় পড়া যাবে
মন খুঁজে, মন বুঝে প্রেম করা যাবে
তাই বলে হীরামন পাখীটিরে শত কাঁদলেও পাওয়া যাবে না।।-
রচনাকাল: ০৭ সেপ্টেম্বর ১৯৭৯