সাগর সাগর চোখে তোমার মুক্তো খুঁজে খুঁজে
ডুবুরি মন আমার কোথায় হারালো যে।।-
সাগরের অথই জলে ডুব দিয়ে সে'মন
খুঁজেছিলো অনুপম মানিক রতন
স্বাতীতারার অশ্রুভরা ঝিনুক পেলো খুঁজে।।-
ভেবেছিলো পেলো বুঝি রত্ন সমুজ্বল
ঝিনুক হতে পড়লো ঝরে শুধুই নোনাজল।
স্বাতীতারার অশ্রু আজও মুক্তো হলো না
আমার এ মন মনের মতোন রত্ন পেলো না
প্রবালদ্বীপে একাকী মন কাঁদলো মাথা গুঁজে।।-
রচনাকাল: ৩০ জানুয়ারি ১৯৭৯