সাগরপাড়ে ঝিনুক কুড়াতে সুখ।
জোছনা জড়াতে মন আজ উন্মুখ।।


পাহাড়ের কোল ঘেঁষে
সমুদ্র থামে এসে
ঝরনার ছন্দে দোলে উঠে বুক।
জোছনা জড়াতে মন আজ উন্মুখ।।


চোরাবালি দেখে ভয়
ঝাউবন পিছে রয়
আশ্বাসে কাছে ডাকে তোমার দুচোখ।
জোছনা জড়াতে মন আজ উন্মুখ।।


রচনাকাল: কক্সবাজার, ১০ জুলাই ১৯৯৩