সাগর যদি জানে,
উজানভাটির টানে,
পাহাড় হতে আসে নেমে বরফগলা নদী-
বয়ে চলে, বয়ে চলে, চলে নিরবধি।-
সাগর জানে যদি।।-


বুঝেনি সে কেনো, কি যে আমার চাওয়া-
কি চেয়েছি, কি পেয়েছি, কি যে পরম পাওয়া -
কতোটুকু ব্যাপ্ত আমার প্রেমের এ পরিধি।-
সাগর জানে যদি।।-


জেনেছিলো শুধু, ভালোবাসার দাম-
দিতে চেয়েছিলাম, আমি দিতে চেয়েছিলাম -
কাছে এলো, চলে গেলো, ভাবছি সে অবধি।-
সাগর জানে যদি।।-


এমন হলো কেনো, কার সে অক্ষমতা-
ভুল করেছে মন, নাকি চোখের দুর্বলতা-
চোখ দুটোকে রেখেছিলাম মনের প্রতিনিধি।-
সাগর জানে যদি।।-


রচনাকাল: বরিশালের পথে লঞ্চে,
২৭ নভেম্বর ১৯৭৭।