রাগ আছে বলেই আনন্দ আছে অনুরাগে
জ্বালা আছে বলেই প্রেমের তৃষা বুকে জাগে।।-
মেঘ আছে বলেই আকাশের নীল মধুময়
উর্মি আছে তাই সাগর ছন্দময়
বিরহ অনল আছে তাই পাওয়ার কামনা সোহাগে।।-
আঁধার আছে তাই জোছনার এতো রূপ
দহন আছে তাই সুরভীতে ভরা ধূপ
ব্যথা আছে বলেই সুখের পরশ ভালো লাগে।।-