পুর্নিমা চাঁদ জাগা মায়াবিনী রাত এই
সবই আছে চারপাশে, তুমি শুধু কাছে নেই।।-


সমুদ্রে উত্তাল জোয়ার তরঙ্গ
সৈকতে একা আছি দাঁড়িয়ে নিঃসঙ্গ
চোরাবালি বালিয়াড়ি ঝাউবন পিছনেই।।-


মিটিমিটি তারা জ্বলে ওই দূর আকাশে
শিহরণ কম্পন দক্ষিণা বাতাসে
ভেজা ভেজা মেঘ ভাসে দুচোখের সামনেই।।-


রচনাকাল: কক্সবাজার, ০৪ অক্টোবর ১৯৯০