পুরাতন মনটাকে
- শফিকুল ইসলাম বাদল


পুরাতন মনটারে নতুন আবেগে ধরে রেখো
সাগরে সূর্য-ডুবা রঙিন দৃষ্টিতে দেখো।।-


হাজার বছর ধরে চাঁদ উঠে আকাশে
প্রতি বরষায় বকুলের ঘ্রাণ মেশে বাতাসে
গোলাপের পরাগ সখী ভালোবেসে কপোলে মেখো।।-


যতোদিন যাবে পৃথিবী পুরানো হবে
সুখময় স্মৃতিগুলো রয়ে যাবে অনুভবে
সোনালী দিনের কথাগুলো চিরকাল মনে রেখো।।-


রচনাকাল: ঢাকা, ৩০ আগস্ট ২০০৮