প্রবাল দ্বীপে কতো ভালোবাসা জমে আছে আছে থরে থরে
স্বাতী তারার ক'ফোঁটা অশ্রু একটি মুক্তো গড়ে।
                সে হিসেব কি তুমি জানো।।-


কতো বিরহীর কান্না লুকানো সাগরে তা জেনেছিলে
কতো বেদনার বিষ ছড়ানো যে ওই আকাশের নীলে                                              
                    কখনো তা জেনেছিলে
কতো যে জোছনা এই পৃথিবীতে নীরবে গিয়েছে ঝরে।
               সে হিসেব কি তুমি জানো।।-


তোমার মনের, আমার প্রেমের করো না অহংকার
কতোটুকু সুখ ধরো ওই বুকে, কিসের গরব তার                                                  
                           করো না অহংকার
এক রংধনু হার গড়াতে যে কতো মেঘ কেঁদে মরে।
                সে হিসেব কি তুমি জানো।।-


রচনাকাল: ৩০ জুন ১৯৭৯