পরদেশী স্বর্ণকেশী আমায় পাগল বানাইলো;
কোথায় এসে কোথায় বসে যাদ-ুকবজ করিলো।
আমায় পাগল বানাইলো।।-


কোকিল আইসা বসে, বন্ধু, কৃষ্ণচূড়ার ডালে
চান্দের আলো লাগে ভালো বসন্তেরও কালে
আসমান ভাইঙা রূপের ঝলক চোখে আইসা পড়িলো।
পরদেশী স্বর্ণকেশী আমায় পাগল বানাইলো।।


পাগলবেশে দিবানিশি দেশে দেশে ঘুরি আজ
কোথায় তারে করি তালাশ, কোথায় পাবো কবিরাজ
দিন কাটে না রাত কাটে না, মরণ বুঝি আসিলো।
পরদেশী স্বর্ণকেশী আমায় পাগল বানাইলো।।


রচনাকাল: ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২০