পাহাড়ের দেশে সাগরের দেশে আবার দেখা হলো
স্বপ্ন দেখার নিমগ্ন হবার লগ্ন বুঝি এলো।।-
মনের রঙে মন রাঙিয়ে সেই যে চলে এলে
ফাগুন বেলায় বরষায় কখনো না ফিরে গেলে
দীরঘশ্বাস বাউড়ী বাতাস শুধু বয়ে গেলো।।-
দেখা যখন হলোই এসো প্রাণ খুলে আজ হাসি
এই পৃথিবী ওই নীলিমা আবার ভালোবাসি
নতুন আলোয় দুচোখ আবার হোক না ঝলমলো।।-
পাহাড় বেয়ে নদীর মতো চলো না ভেসে যাই
ঢেউয়ের মতো নীল সাগরে যাই হারিয়ে যাই
ডুবসাঁতারে শঙ্খ ঝিনুক মুক্তো খুঁজি চলো।।-
রচনাকাল: ০১ অক্টোবর ১৯৭৯