নদীর ঘাটে কে গো তুমি, ভিন্ গেরামের লোক
আমার দিকে অমন করে দিও নাকো চোখ।।-
আমি হলাম কুলের বধু
কেন খুঁজ ফুলের মধু
কেন ধরাও মনের ভিতর প্রেমেরই অসুখ।।-
কলসী কেন চাও ভাসাতে
চাও যে কেন লোক হাসাতে
কলসী ছাড়া ঘরে ফিরে কেমনে দেখাই মুখ।।-
রচনাকাল: ঢাকা, ২৬ ডিসেম্বর ২০১৯