নেই যদি শক্তি, কেন যে সাধ কেবল
মন কেন মরুভূমি, চোখ যদি ছলছল।।-
সুরেরও ঝংকার তানপুরা ঘিরে কাঁদে
মুর্চ্ছিত হতে গান কেন হায় বাদ সাধে
স্বরলিপি অনিমেষ কেঁদে ফিরে অবিরল।।-
কেন ফুটে শতদল নেই যদি সৌরভ
অহংকার কেন নেই যদি গৌরব
মরুভূতে মরীচিকা কেন যদি নেই জল।।-
উত্তাল তরঙ্গ দেখে যদি মানি হার
তবে কেন কামনায় বজ্রের হুংকার
আলো নেই আলেয়ায়, তবু কেন করে ছল।।-
রচনাকাল: ২২ জুন ১৯৭৭
কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।