মরণের পরে যদি জীবন থাকে
সে জীবনে তুমি ভালোবেসো আমাকে।।-
এ জনমে হলো নাতো তোমাকে পাওয়া
মধুমাসে প্রিয় গান হলো না গাওয়া
এ দুখের কথা আমি বলবো কাকে।।-
আমার মরণ হলে ভাববে জানি
অশ্রুতে ভেসে যাবে সকল গ্লানি
হারিয়ে যে গেলো তুমি খুঁজবে তাকে।।-
রচনাকাল: ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০০৮