মন চলে যায় ছেলেবেলাকার কাজলা দিঘীর ঘাটে
ঘাসফুলে ভরা মেঠো আলপথে উজানতলীর হাটে।।-
বোশেখ জৈষ্ঠ্যে বৈশাখী ঝড়ে ঝরা আম কুড়াতাম
শ্রাবণ ভাদ্রে বৃষ্টিতে ভিজে সুখে প্রাণ জুড়াতাম
ডাংগুলি আর কানামাছি ভোঁ ভোঁ কতো যে খেলেছি মাঠে।।-
আরঙএর মেলা ষাঁড়ের লড়াই রূপসী নদীর বাঁকে
শাপলা শালুক ঠ্যাপের মোয়ায় আজও মন পড়ে থাকে
ডাহুক তিতির বালিহাঁস যেন স্মৃতিতে সাঁতার কাটে।।-
রচনাকাল: ০৬ অক্টোবর ১৯৯০