মধুকর এলো বুঝি নতুন কোনো, গুনগুনিয়ে
বুকের মাঝে বসলো, মধুর গান শুনিয়ে।।-


হাসলো বুঝি পূর্ণিমার ঐ চাঁদের মতো
বাসলো ভালো দক্ষিণ হাওয়ায় অবিরত
ভেঙে দিলো লজ্জা কি তোর পরশ দিয়ে।।-


যায় বুঝি ওই, যায় উড়ে যায়, মধু খেয়ে
দিস্ নে যেতে, রাখ্ ধরে রাখ্, মিষ্টি মেয়ে
আদর দিয়ে, সোহাগ দিয়ে, ঘুম পাড়িয়ে।।-


রচনাকাল: ঢাকা, ২৭ মে ২০১৯