মেঘের আড়ালে হায় পূর্ণিমা চাঁদ
ঘটেছে প্রমাদ একি ঘটেছে প্রমাদ।।-
জোয়ারের ঢেউ জোরে ফুলছে
ঝাউবন বাতাসেতে দুলছে
চোরাবালি বালিয়াড়ি পেতেছে ফাঁদ।।-
বউ কথা কয় না যে ফুঁসছে
বাঁকা চোখে আমাকে যে দোষছে
ভালোবেসে করেছি যেনো অপরাধ।।-
রচনাকাল: কক্সবাজার, ১৬ জুলাই ১৯৯৩