আমি এই জনমে মানুষ চিনতে করেছিলেম ভুল;
মেলা থেকে কিনেছিলেম এক কলেরই পুতুল।।-
প্রাণছাড়া তার আজব দেহ, চাবি দিলেই নাচে
ভালোবাসার মূল্য কোনো নেই যে গো তার কাছে
আমি হাসলে হাসে, কাঁদলে কাঁদে, কেঁদে হয় আকুল।।-
সেই পুতুলের কাছে আমার আছে অনেক ঋণ
পাশে থেকে কাঁদায় আমায়, হাসায় রাত্রিদিন
তবু চলার পথে সাথী আমার, সেই কাগজেরই ফুল।।-
রচনাকাল: ঢাকা, ২০ জুন ২০১৯